উল্লাপাড়াসদরসিরাজগঞ্জ

এনডিপির আরএমটিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ প্রতিনিধি দল

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’ এর কার্যক্রম পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উর্দ্ধতন প্রতিনিধি দল।

৮ মার্চ এনডিপি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। এসময় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. আকন্দ মো. রফিকুল ইসলাম নেতৃত্বে উপস্থিত ছিলেন ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার ডা. এরফান আলী ও নিউট্রিশন স্পেশালিষ্ট কপিল কুমার পাল।

পরির্দশনের শুরুতে এনডিপি প্রধান কার্যালয়ে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরন করেন এনডিপি’র সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) কে. এম শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অতপর সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত প্রকল্পের উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্যের স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে পণ্যের গুণগত মান ও বাজার সম্পর্কে অবগত হন। 

আরএমটিপি প্রকল্পের সহায়তায় সিরাজগঞ্জ শহরে পার্শ্ববর্তী এলাকা শিলন্দায় উন্নয়নকৃত মাংস প্রক্রিয়াকারী প্লান্ট “মামা ভাগ্নে এগ্রো”, শিয়ালকোল ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে বাস্তবায়িত “স্মার্ট এগ্রো পার্ক”, সয়দাবাদ ইউনিয়নের ভ্যাকসিন হাব ও টেলিমেডিসিন সেন্টার, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ষ্টেশনে দুগ্ধজাত পণ্য ঘোল মাঠা উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদেক খান ঘি এন্ড দই ঘর পরিদর্শন করেন এবং সিরাজগঞ্জের বিসিক শিল্প নগরে নব নির্মিত ঐতিহ্যবাহী তমিজ উদ্দিন সুইটস এর কারখানা উদ্বোধন করেন। এসময় প্রত্যেক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারের সাথে প্রতিনিধি দলটি মতবিনিময় করেন।

পরির্দশন পরবর্তীতে ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে নির্বাচিত উদ্যোক্তাদের পণ্যের বৈচিত্রতা আনয়ন, বাজার সম্প্রসারণ, সনদায়ন ইত্যাদি, সর্বোপরি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় বৃদ্ধি ও লাভ বৃদ্ধিতে এনডিপির আরএমটিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গবাদি প্রাণি উন্নয়নে এলএসপিগণ যে অগ্রগামী ভূমিকা (টেলিমেডিসিন সেন্টার, ভ্যাকসিন হাব. ভ্যাকসিন ক্লিনিক ও বিভিন্ন এ্যাপস ব্যবহার করে সেবা গ্রহণ) পালন করে যাচ্ছেন সেজন্য তাঁদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এনডিপি আরএমটিপি প্রকল্পের পক্ষ থেকে তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা উন্নয়নে অপরিসীম অবদান রাখায় এনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপি পরিদর্শন কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) কে.এম শহীদুল ইসলাম, ব্যবস্থাপক (আরএন্ডডি) মো. আতিকুর রহমান ও সহকারী ব্যবস্থাপক (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম এবং সার্বিক সমন্বয়ে ছিলেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাসুদ মন্ডল ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button