কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি-আরএমটিপি প্রকল্পের গাইডলাইন উন্নয়ন কর্মশালা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট- আরএমটিপি এর উপ-প্রকল্প ”নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” এর আওতায় ৪ দিন ব্যাপি গাইডলাইন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। ০৩ জুন থেকে ০৬ জুন ২০২৪ পর্যন্ত সময়ে এনডিপি’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি প্রকল্প বাস্তবায়নকারী ০৮টি সংস্থার (এনডিপি, গাক, ইএসডিও,এফডিএ,ইপসা,জিজেইউএস,ওয়েভ ফাউন্ডেশন ও দাবি) প্রকল্প ব্যবস্থাপক, মনিটরিং অ্যান্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ও একজন ভেল্যু চেইন ফ্যাসিলিটেটরসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

চারদিন ব্যাপি কর্মশালার সমাপনী ঘোষণা করেন এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-আরএমটিপি প্রকল্পের সেক্টর ভেল্যু চেইন স্পেশালিষ্ট জনাব ড. এসএম ফারুকুল আলম ও ভেল্যু চেইন প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ শামছুল হুদা ও ডাঃ এরফান আলী। এসময় আরএমটিপি প্রকল্পের ফোকালপার্সন ও পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল ও প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডল উপস্থিত ছিলেন। মূলত প্রকল্পের বিগত অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা ও আগামী ২৪-২৫ অর্থবছরে গৃহীত নতুন কার্যক্রম যাতে মাঠ পর্যায়ে সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে কর্মশালার আয়োজন করা হয়। একইসাথে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ, শিখন ও বিদ্যমান চ্যালেঞ্জ উত্তোরণের গৃহিত পদক্ষেপ ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কার্যক্রম বাস্তবায়নে মনিটরিং পদ্ধতিকে আরো জোড়দার করন ও মাঠ পর্যায় থেকে প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকান্ডের ফলাফল গুলোকে কিভাবে ম্যানেজ বা প্রতিবেদন আকারে উপস্থাপন করা যায় তার উপর দিক নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button