গত ০২ মার্চ তারিখ, বৃহস্থতিবার, সহযোগি সংস্থা ইফাদ ও পিকেএসএফ-র আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত আরএমটিপি এর উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’’ এর আওতায় ৩ ধাপে ৩ দিন করে মোট ৯ দিনের “বেসরকারি পরামর্শ সেবা উন্নয়ন ও এলএসপিদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন” র সমাপনি অনুষ্ঠান এনডিপি প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে সিরাজগঞ্জ জেলার সদর ও উল্লাপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নে কর্মরত গবাদি প্রাণীর চিকিৎসা সেবা ও কৃত্তিম প্রজননের সাথে যুক্ত ২০ জন এলএসপি অংশ গ্রহন করে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনডিপি এর সম্মানিত উপ-পরিচালক (প্রোগ্রাম) এবং এনডিপি ফিডের উপ মহাব্যবস্থাপক আবুনাঈম মো.জুবায়ের খান। তিনি গবাদি প্রানি উন্নয়নে এলএসপি-গন যে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছেন তার জন্য তিনি সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত এলএসপি-গন এনডিপি আরএমটিপি প্রকল্পের পক্ষ থেকে তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা উন্নয়নে অপরিশীম অবদান রাখায় তারাও এনডিপি-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকল এলএসপিদের উদ্দেশ্যে খামারিদেরকে এনডিপি ফিড খাওয়ানোর বিষয়ে পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করেন।
প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন, ডা.মো.নজরুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, সদও উপজেলা, সিরাজগঞ্জ। এম পাওয়ার এর কর্মকর্তা মো. আরিফুর রহমান সরেনেটা লিমিটেড এর প্রতিনিধি জেলা মো. শফিকুল ইসলাম ফারাজী, মো.মাসুদ মন্ডল প্রজেক্ট ম্যানেজার,মনিটরিং রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসারসহ আর এমটিপিপ্রকল্প এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পের উন্নয়ন প্রকাশনা গবাদি পালন প্রযুক্তি ও ব্যবস্থাপনা মডিউল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেলহাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারিসায়েন্স বিভাগের প্রফেসর ড. মো.জালাল উদ্দিন সরদার রচিত“ গৃহপালিত পশু-পাখির রোগব্যাধি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি”এবং“লাভজনক পশু পালন ও খামার ব্যবস্থাপনা” ২ টি বই সকল অংশ গ্রহনকারীর মধ্যে বিতরন করেন।