কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সেই নুরুল ইসলাম উপজেলা পরিষদ ও কলেজ থেকে আর্থিক সহায়তা পেয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে নুর ইসলামকে ২০ হাজার টাকার চেক নুর ইসলামের মায়ের হাতে হস্তান্তর করা হয়।
নুর ইসলাম ভর্তির অর্থ পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর ইসলামে ভর্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার এবং সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এসময় কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিক আহমেদ, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর কুমার ভট্টাচার্য, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।