আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জ বেলকুচিতে আ’লীগের দলীয় কার্যালয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের আগমনে হাজার হাজার আ’লীগের নেতাকর্মী উপস্থিত হন।
এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দলের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী তৃন মূলের গ্রহন যোগ্যতা যাচায়ের লক্ষে প্রতিদ্বন্দী করে নির্বাচন করার ঘোষনা দেন। এবং ডেমি প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, এবং যে সকল প্রার্থীগণ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারাও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষনা দেয়ায়, মঙ্গলবার সিরাজগঞ্জ-৫ বেলকুচি চৌহালী আসনে কে হবেন স্বতন্ত্র প্রার্থী সেই সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি নেতাকর্মীদের জানান।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় বেলকুচি উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান মাখন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বিভিন্ন ইউনিয়নের থেকে নৌকা প্রতিকে নির্বাচীত চেয়ারম্যানগণ, উপজেলা আ’লীগের সাবেক নেত্রীবৃন্দ সহ তৃণমুলের হাজারও মুজিব ভক্ত নেতাকর্মী ও ভোটাররা।