অপরাধবেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় নিহত আলীম হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ও আত্মীয় আব্দুল আলীম হত্যাকান্ডের পলাতক আসামি মো. রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৩ জুন) নারায়ণগঞ্জ সদর থানার টানবাজার এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ও সিপিসি-১ নারায়ণগঞ্জ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রুহুল বেলকুচি উপজেলার মামুদপুর পূর্বপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প।

মামলার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিনহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম আব্দুল আলিমকে দেশীয় অস্ত্র ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আব্দুল আলীমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button