এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বুধবার সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়ির রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোকিত গ্রাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপির উপ-পরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান।
এসময় সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খান, আলোকিত গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজল করিম, প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিপি আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাসুদ মন্ডল।
আলোচনা সভা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।