স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার, বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলার দিনে আলোচনা সভা ও এদিনের শহিদদের শ্রদ্ধায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামাত বিএনপির প্রত্যক্ষ মদতে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলায় আহত ও শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা য় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদারের আহ্বানে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, সদর থানা আওয়ামী লীগে সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পৗর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদউদ্দিন পবলু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী অ্যাডভোকেট সেলিনা পারভীন পান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তাগন বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট জামাত বিএনপির মদতে পরিচালিত নৃশংস্থ গ্রেনেড হামলার বিভীষিকাময় ভয়াল ও রক্তাক্ত আজকের এই দিন। ওরা এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা পরিচালনা করেছিল।
বক্তারা গ্রেনেড হামলায় শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আল্লাহর রহমতে প্রাণে বেঁচেছিলেন বলেই আজ তার নেতৃত্বে বাংলাদেশের সকল উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
আলোচনা সভার শেষে একুশে আগস্টে আইভি রহমানসহ যারা গ্রেনেডের হামলায় নিহত হয়েছেন ও বেঁচেও পঙ্গু জীবনযাপন করছেন তাদের জন্য এই দোয়া ও মোনাযাত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আহসান হাবিব এহসান। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা পরিচালনা করা হয়। ওই হামলায় ১৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ প্রায় ৩০০ আহত হয়।