স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর সাবেক পরিচালক ও পরিচালক বোর্ডের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব মহর আলী’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ পূর্বগেট এর সামনে নিজস্ব বাসভবনে বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত আলহাজ্ব মহর আলী’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, (সিরাজগঞ্জ -পাবনা) সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান, ৪ নং শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা এবং এছাড়াও মরহুম এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম মহর আলীর ছেলে শিয়ালকোল ইউনিয়ন আওয়া মীলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মো. আল-আমীন হোসেন, প্রমূখ, এবং ইউনিয়ন আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন তালুকদার।