জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশব্যাপী মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। ৩১, অক্টোবর, সোমবার ছিল দলের সুবর্ণ জয়ন্তীর সমাপণী দিনে সিরাজগঞ্জে জেলা জাসদ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিকেল সাড়ে তিনটায় র্যালি ও র্যালিশেষে স্থানীয় বাজার স্টেশনের এম এ রউফ পাতা পৌর মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। সভা পরিচালনা করেন জেলা জাসদ নেতা মঞ্জুরুল ইসলাম শাহীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহসভাপতি প্রান গোবিন্দ চৌধুরী, অ্যাড. সুকুমার চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আবু বকর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ নওশাদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিদ্দিক মাষ্টারের লাশ ছুয়ে শপথ নিয়ে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে দেশে প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের প্রতিষ্ঠা। আ্জ স্বাধীনতার ৫২ বছরে জাসদের ৫০ বছর।
নেতৃবৃন্দ আরও এসময় বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীনতার ৫২ বছরে আজও অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। দেশে দুর্নীতি, জঙ্গিবাদ, তালেবানি রাজনীতি প্রথায় সাধারণ জনগন কোনঠাসা হয়ে পড়েছে। নেতৃবৃন্দ এসব থেকে মুক্তির লক্ষ্যে দেশে সুশাসন ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে জাসদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিরাজগঞ্জের প্রতিষ্ঠিত ও পরিচিত শিল্পীরা।