সিরাজগঞ্জ

এনডিপি’র উদ্যোগে শিক্ষায় জেন্ডার-প্রতিবন্ধী-প্রান্তিক জনগোষ্ঠীর অর্ন্তভুক্তির পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা

Eye Hospital Rajshahi

প্রতিদিন প্রদিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির উদ্যোগে শিক্ষা পরিকল্পনায় জেন্ডার, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এনডিপির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।

অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্যে এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। এলক্ষ্যেই এনডিপি গণসাক্ষরতা অভিযানের সহায়তায় জেলায় শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন। এসময় আলাউদ্দিন খান আরও বলেন শিক্ষার ক্ষেত্রে বর্তমান বিদ্যমান সমস্যার সমাধান বিশেষ করে চরাঞ্চলের প্রাতিষ্ঠানিক শিক্ষায় সবার উপস্থিতি নিশ্চিত করতে হবে। চরাঞ্চলের  শিক্ষার মান উন্নত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের মানুষের মধ্যে অতৃপ্তবোধ কাজ করে। তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সবাইকে মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে অনেক ত্যাগের বিনিময়ে জাতি স্বাধীনতা অর্জন করেছে। প্রধান অতিথি এসময়ে আরও বলেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতা রক্ষায় ও  দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন অর্থ সমস্যাই প্রধান সমস্যা নয়। প্রয়োজন সমন্বিত পরিকল্পনাভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন। তিনি এসময় আরও বলেন, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে শিক্ষার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,  চরাঞ্চলের শিক্ষার প্রধানতম সমস্যা নদী ভাঙ্গন। তিনি বলেন তৃণমূল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখা গেছে সিরাজগঞ্জ জেলায় এমনও চর রয়েছে যেখানে নদী ভাঙ্গনে কবলে পড়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে যাওয়ার পর এলাকাবাসী দীর্ঘ মেয়াদী লিজ গ্রহণ করে ভিন্ন ভিন্ন  চরের শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ফলে শিক্ষার্থীদের দূরবর্তী স্থান থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হচ্ছে। তিনি এসময় চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষা নিশ্চিত করতে পরিবারের ভূমিকার গুরুত্ব আরোপ করেন।

সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি হেলাল আহমেদ বলেন, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠির শিক্ষা নিশ্চিতের মধ্যদিয়েই শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব। এসময় তিনি শিক্ষার ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রতিব›দ্ধীতা উন্নয়ন বিষয়ক কর্মকর্তা তার বক্তব্যে, চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দানের প্রস্তাব করেন। এসময় তিনি বিশেষ বরাদ্দ, পোশাক, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং মনিটরিং এর জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি পেশাদারিত্বেও বিষয়কেও তার বক্তব্যে গুরুত্ব প্রদান করেন।

আলোচনা সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ, বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তাদের অংশগ্রহণ ও মতামতে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা, জেন্ডার সমতা নিশ্চিতে কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ করেন। অংশগ্রহণকারীগণ তাদের মতামতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাকে নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভুমিকার কথা গুরুত্ব পায়।

আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, সহকারী পরিচালক মনিরুল ইসলাম ও মতিয়ার রহমান, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্ত্ ামো. আবুল হাসেম, কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যা রাণী সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আলম,  জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঙ্গাসী কমিউনিটি অ্যাডুকেশন ওয়াজ গ্রুপের সভাপতি মো. জাকির হোসেন সরকার, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ ভৌমিক প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন এনডিপি উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান পল। তাকে সহযোগিতা করেন উপ-ব্যবস্থাপক প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি শিপন চন্দ্র নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button