কাজীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। রোববার বেলা এগারোটায় উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। জাতীয় শ্রমিকলীগের কাজীপুর উপজেলা শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ কাজীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।
জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, জাতীয় শ্রমিকলীগের সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব আলী, সহসভাপতি জয়নাল আবেদীন খাঁন প্রমুখ। আলোচনার আগে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলার স্বাধীনতা স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।