স্টাফ রিপোর্টার: মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার, ১৯ আগষ্ট, সিরাজগঞ্জের কেন্দ্রিয় মন্দির শ্রীশ্রী মহাপ্রভূর আখড়ায় আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। হিন্দুধর্মীয় কল্যাণ ষ্ট্রাষ্টের আয়োজনে এবং পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস ও সাধারই সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রঞ্জিত মন্ডল স্বপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, চিকিৎসক সমাজ সেবক ডা. নিত্যরঞ্জন পাল, প্রাণ গোবিন্দ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হীরক গুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলিপ গৌর, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি অশোক ব্যানাজীর্, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু ও হিন্দ ুধর্মী কল্যান ষ্ট্রাট সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক জাকির হোসেন প্রমূখ । এসময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের নিহত সদস্য, সকল শহিদ মুক্তিযোদ্ধার আত্মার এবং দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়।