গত ২৫ এপ্রিল, মঙ্গলবার, স্থানীয় ‘অন্যভুবন’ সংগীত বিদ্যালয়ে হল রুমে কথাসাহিত্যিক মনিরুজ্জামান খান লিখিত ‘রশিদ ইঞ্জিনিয়ায়ের চায়ের দোকান’ গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রন্থটি লেখকের চতুর্থ প্রকাশিত গ্রন্থ ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর প্রথম গ্রন্থ প্রকাশনার উদ্যোগ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি গণমাধ্যম কর্মী ইসমাইল হোসেন। সভায় সিরাজগঞ্জ সরকারি কলেজ এর বাংলা বিভাগের সাবেক প্রধান ও উল্লাপাড়া আকবর আলী কলেজ এর বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম রেজা এর অকাল প্রয়াণে মরহুমের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
গ্রন্থ আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুনা রাণী সাহা।
এছাড়াও আলোচনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ সরকার, সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট চিকিংসক ডা. জহুরুল হক রাজা, কবি ও চিকিংসক ডা. নিত্য রঞ্জন পাল, লেখক ও রাজনীতিক আবু বকর ভুইয়া। এসময় ঢাকা থেকে প্রেরিত গণমাধ্যম কর্মী ইমাম গাজ্জালী লিখিত গ্রন্থ আলোচনা পঠিত হয়।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার সাহিত্য অনুরাগী নাগরিকগণ উপস্থিত ছিলেন।