স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত নেতা জাহেদুল হক মিলুর ৫ম মৃত্যুবার্ষিকীতে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ১৩ জুন বিকেলে জেলা বাসদ কার্যালয়ে জেলা বাসদ আহ্বায়ক নব কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গৌর, কৃষক ফ্রন্টের নেতা এমদাদুল হক, আবু সামা এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি পলাশ কুমার ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে কমরেড মিলুর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, বাসদের শ্রমিক সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড জাহেদুল হক মিলু গত ২০১৮ সালের ১৩ জুন কুড়িগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।