শাহজাদপুরসিরাজগঞ্জ

আশ্রায়ন প্রকল্পের স্থান পরিদর্শনকালে গ্রামবাসীর বাধা

ইউএনও এর গাড়ি ভাংচুর,এসিল্যান্ড আহত

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রায়ন প্রকল্পের স্থান পরিদর্শনকালে গ্রামবাসি বাধা প্রদান করে। এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে গ্রামবাসীর হামলায় ইউএনও এর গাড়ি ভাংচুর, এসিল্যান্ড আহতের ঘটনা ঘটেছে।  ঘটনায় সুমাইয়া নামের এক শিশুসহ আহত হয় কয়েকজন। রোববার, ২১ আগষ্ট এ ঘটনা ঘটে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর এলাকায়।

জানা যায়, রোববার, ২১ আগষ্ট, সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর বলদিপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর  বিশেষ বরাদ্দের আশ্রায়ন প্রকল্পের স্থান পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুরের সহকারী কমিশনার (ভুমি)। এ সময় গ্রামবাসি বাধা প্রদান করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গ্রামবাসিকে বোঝানোর চেষ্টা করে। বাকবিতন্ডার এক পর্যায়ে উত্তোজিত গ্রামবাসী ইউএনও এর গাড়ী ভাঙচুর করে। গ্রামবাসীর ইটের ঢিলে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক  চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনায় সুরাইয়া নামে এক শিশু আহত হয়। তাকে সিরাজগঞ্জ ২৫০ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রায়ন প্রকল্প নির্মাণের লক্ষ্যে গতকাল রোববার সকালে তিনি ও এ্যাসিল্যান্ড শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর বলদিপাড়া, হলদিঘর এ সরেজমিন পরিদর্শনে যাই। এসময় এলাকার উশৃংখল কিছু উঠতি বয়সী যুবক ও মহিলারা পথরোধ করে ও অশালীন আচরণ করে। একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে তার গাড়ী ভাংচুর করে। এসময় নিক্ষিপ্ত ইটপাটকেলে এ্যাসিল্যান্ডের  মাথা ফেটে যায়।

এ্যাসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও মাসুদ রানা সাংবাদিকদের জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান এর আঘাত বেশ গুরুতর তার মাথায় ৮ টি সেলাই দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি খাস ভুমিতে আশ্রায়ন প্রকল্পের স্থান নির্দ্ধারন করে কর্তৃপক্ষ। পরে ওই স্থানকে গ্রামবাসী খেলার মাঠ হিসেবে দাবি করে আন্দোলন শুরু করে।  গত শনিবার ওই স্থানকে খেলার মাঠ দাবি করে মানব বন্ধন করে গ্রামবাসী ও পরিবেশবাদী সংগঠন। গতকাল রোববার ওই স্থানে আশ্রায়ন প্রকল্পের নির্মান কাজ পরিদর্শনে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button