সিরাজগঞ্জ

রাষ্ট্র ব্যবস্থার আমুল সংস্কারই আমাদের অঙ্গীকার: আসম আব্দুর রব

আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্রকে বাঁচাতে দলের নেতাকর্মীদের সবাইকে একসাথে কাজ করতে হবে। রাষ্ট্র ও সরকারকে শক্তিশালী করতে হলে বাংলাদেশে আগামী ২০২৪ সালে জাতীয় সংসদের নির্বাচন নিরপেক্ষ অনুষ্ঠানের কোন বিকল্প নেই। রোববার সিরাজগঞ্জে জেলা জেএসডির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খন্ডিত জাসদের জেএসডি অংশের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের জেলা জেএসডি সুসংগঠিত হবে এবং জেলার রাজনৈতিক চর্চা আরও বেগমান হবে।

শাসক ও শাসন  ব্যবস্থা পরিবর্তনের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ অপরিহার্য, এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত জেলা জেএসডির ত্রি-বার্ষিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির সহসভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানা।

রোববার, ৬ নভেম্বর, সকাল ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা মধ্যে দিয়ে জেলা জেএসডির সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরু। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দলের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক এম মালেক। সভা পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীন আইনজীবী অ্যাড. সানোয়ার হোসেন তালুকদার, জেএসডি কেন্দ্রীয় কার্যকারী কমিটির সভাপতি মো. সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তানিয়া রব, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শামছুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিকুজ্জাম পিরাছা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button