সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত হয়। জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু  কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) মো. মশকর আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত  উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. জিয়াউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদরের উপ সহকারী কৃষি অফিসার এস এম মেহেদী হাসান, বহুলী ইউনিয়নের শিক্ষক ও কৃষক মো. নুরুল আমীন খান। কোরআন তেলাওয়াত করেন সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত ও গীতা পাঠ করেন উপ সহকারী কৃষি অফিসার উজ্জল কুমার রাজবংশী।

এর আগে জাতীয় ইঁদুন দমন অভিযানের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। গত বছর সিরাজগঞ্জ জেলায় ৭০ হাজার ২৭৭টি ইঁদুর নিধন করা হয়েছে। এতে ৫২৭ মেট্রিক টন ফসল রক্ষা পেয়েছে। এসময় ২৪৬ জন কৃষিকর্মী, ৭ হাজার ৩৪১ জন ছাত্রছাত্রী ও ১৪ হাজার ১৬২ জন কৃষককৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button