উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাটধারী নামক স্থানে রাস্তার পাশে ফরিদুল ইসলাম (৫৫) নামের এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ । নিহত ফরিদুল নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউপি সদস্য ফরিদুল ইসলামকে অন্য কোথায় গলাকেটে হত্যার পর মরদেহ খুনিরা মঙ্গলবার পাটধারী গ্রামের রাস্তার রাস্তার ফেলে রেখে যায় বলে পুলিশের ধারনা।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।