উল্লাপাড়াজাতীয়সিরাজগঞ্জ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হলেন সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকতিয়ার চৌধুরী

বিজয় আহমেদ সাগর: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত হলেন সিরাজগঞ্জের কৃতী সন্তান কথাসাহিত্যিক, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত ইকতিয়ার চৌধুরী।  ভ্রমণ, আত্নজীবনী, স্মৃতিকথা ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য মনোনিত হন তিনি।

বুধবার ২৫ জানুয়ারি বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ইকতিয়ার চৌধুরীসহ ১৫ জনের তালিকা প্রকাশ করে। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

ইকতিয়ার চৌধুরী ১৯৫৪ সালের ৮ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।  তার পিতা নতুন কবিতার অন্যতম কবি চৌধুরী ওসমান ও মাতা হামিদা সুলতানা। সত্তরের শেষভাগ হতে  তিনি লেখালেখি করছেন। কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক বাংলার সাহিত্য পাতায় তার প্রথম গল্প ‘লণ্ঠন’ প্রকাশিত হয়। গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনিসহ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮ এর বেশি।  এর মধ্যে উল্লেখযোগ্য যমুনা সম্প্রদায়, সোনালী জীবনের ভার, সমতটের স্বর এবং যুদ্ধের পর মুক্তিযোদ্ধা। এছাড়াও ভ্রমণ করা তাঁর অন্যতম শখ এবং ভ্রমণকাহিনীতে সেগুলো ফুটিয়ে তোলা যেন দায়িত্ব হিসেবেই নিয়েছেন তিনি।

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আনার লড়াইয়ের অন্যতম যোদ্ধাও তিনি।  পেশাগত জীবনে সর্বশেষ স্পেনে রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  তার স্ত্রী লীনা চৌধুরী গৃহবধূ।  দু’পুত্রের জনক তিনি।  এছাড়া ইকতিয়ার চৌধুরীর আরও দুই ভাই দেশবরেণ্য সাহিত্যিক। একজন সত্তর দশকের জনপ্রিয় কবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জুলফিকার মতিন, অন্যজন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক, সাংবাদিক ইমতিয়ার শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button