রায়গঞ্জ প্রতিনিধি: ওপারে সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের দেউজি গ্রাম- এপারে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডাঙ্গারপাড়া গ্রাম। মাঝখানে ইছামতি নদীর পালবাড়ির খাল। এই ইছামতি নদীর পালবাড়ির খাল দুইউনিয়নের দেউজি গ্রাম ও ডাঙ্গারপাড়াসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে বর্ষার সময়ে খেয়া নৌকা আর শুকনো মৌসুমে বাসের সাঁকো দিয়ে চলাচল করতে হয়। এই ইছামতি নদীর পালবাড়ির ঘাটে একটা সেতু নির্মাণের জন্য দাবী করে আসছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে। এখনও হয়নি পূরণ এলাকাবাসির সেই দাবি।
উপজেলা সদর বহুলী ইউনিয়নের দেউজি গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, এখানে একটা সেতুর জন্য দুই ইউনিযনের হাজারো মানুষকে অবনর্ণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে একই গ্রামের মো. শহিদুল মহরী জানান, সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়ন ও একই জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পাশাপাশি হওয়ায় আলোমপুর, কালিদাসগাতী ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে থাকে। তাছাড়া দেউজি গ্রামের কেউ মারা গেলে ডাঙ্গারপাড়া কবরস্থানে জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁসের সাঁকো অথবা খেয়া নৌকায়। বিশেষ করে রাতের বেলায়। জানা যায় প্রতিদিন দেউজি গ্রামসহ আশেপাশের হাজারো মানুষ ইছামতি নদীর পালবাড়ি খাল পাড় হয়ে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন হাট-বাজারে যাচ্ছে। আর তাছাড়া জেলা সদর দেউজি গ্রাম থেকে রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার বেশি দুরে নয়। তাই দেউজি গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ হাটপাঙ্গাসীতেই বাজার থেকে শুরু করে শিক্ষা-চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তাছাড়া এসব মানুষের অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে গড়ে উঠেছে হাটপাঙ্গাসী বাজারে। এই দেউজি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে প্রতিদিনই ব্যবসা, চিকিৎসা ও শিক্ষাসহ নানাকাজে ও আত্নীয়তার বন্ধনে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসতে হয়।
এদিকে গরুর ব্যাপারি মো. ইসহাক সেখ জানান, আমি যদিও খেয়া নৌকার মাঝি। তারপরেও যাতায়াতের এমন কষ্ট দেখে আমার নিজেরও খুব কষ্ট লাগে। জেলা সদর দেউজি গ্রাম ও রায়গঞ্জ উপজেলার ইছামতি নদীর ডাঙ্গারপাড়া গ্রামের পালবাবাড়ি খালের ওপর একটা সেতু নির্মাণ করা খুবই দরকার। এমতাবস্থায় উপজেলার ডাঙ্গারপাড়া পালবাড়ি এলাকার ইছামতি নদীর ওপর একটা সেতু নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।