রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: এখন চলছে বর্ষাকাল। এ সময় নদ-নদী, ডোবা-নালাসহ বিভিন্ন জলাশয় বর্ষার পানিতে থৈ থৈ করার কথা। কিন্তু এবার দেখা যাচ্ছে তার ব্যতিক্রম। ভরা বর্ষায়ও পানি নেই ইছামতি নদীতেও। সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিঞ্জা ব্রিজ, পাঙ্গাসী ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এর প্রভাব পড়েছে ইছামতি নদীর আশপাশের জেলে পরিবারের জীবন-জীবিকার ওপর।
জেলেরা বলছেন, বিগত ১০ বছর আগে আমাদের এই নদীতে বর্ষার সময় পানিতে থৈ থৈ করত। এখন পুরো এলাকা প্রায় পানি শুন্য। এ সময় যে পরিমান পানি থাকার কথা তা এখন নেই। উপজেলার হাটপাঙ্গাসী হাওয়ালদার পাড়ার বাসিন্দারা বলেন, কালিঞ্জা ব্রিজ, পাঙ্গাসী ব্রিজ ও গারদহ ব্রিজ এলাকায় এক সময় সারা বছর পানি থাকত। উচু জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ ও নিচু এলাকায় চলত মাছ শিকার। কিন্তু নদী খনন না করার ফলে নদীর গভীরতা কমে গেছে। সারা বছর কচুরি পানায় ভরে থাকে। ইছামতি নদী এখন পানি শূন্যই বলা চলে। ফলে একদিকে মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি কাজ। চলতি বর্ষা মৌসুমেও নেই তেমন বৃষ্টি। নদীতে নেই তেমন মাছ।
অলস সময় পার করছেন নদী পারের জেলেরা। ইছামতি নদীর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে নদী খনন করা দরকার বলে মনে করছেন উপজেলার ইছামতি নদী তীরবর্তী জেলে পরিবারগুলো।