প্রযুক্তি

ইনস্টাগ্রামে আসছে নতুন সুবিধা

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলসে ভিডিওর সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের সব ভিডিও পোস্ট স্বয়ংক্রিয়ভাবে রিলসে প্রদর্শন করা হবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ইনস্টাগ্রাম। সমস্যা সমাধানে ২০২০ সালে ইনস্টাগ্রামে চালু করা হয় রিলস। শুরুতে রিলসে ৬০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা গেলেও সম্প্রতি তা ৯০ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলে সেগুলো রিলসেও দেখা যাবে। ফলে রিলসে ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবে।ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীদের ভিডিও বিনিময়ের অভিজ্ঞতা সহজ ও উন্নত করতে বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button