স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সামাজিক সংগঠন আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের ২০০ শত অসহায়, সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গত ৩ এপ্রিল বিকালে মাছিমপুর আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় এই ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি মিসেস লুৎফুন্নেসা। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মিসেস সেলিনা সিদ্দিকা এ্যানা, সিরাজগঞ্জ জেলার সমাজ সেবা রেজিস্টার অফিসার জেল হোসেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ-৯ জেলার সেক্রেটারি রায়হান কবির মিঠুসহ সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ১১ রমজানে ইফতার সামগ্রী বিতরণ হয়। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে করে আসছে। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কার্যক্রমের ফলে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।