নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার ও রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা রাজিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয় বলে জানিয়েছেন রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা রাজিয়া।