সিরাজগঞ্জ

সাংস্কৃতিক সংগঠন শেকড়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ঐতিহ্য টানে উজান যাত্রা স্লোগানকে ধারণ করে সাংস্কৃতিক সংগঠন শেকড়ের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স উৎসব কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে সাংস্কৃতিক সংগঠন শিকড়ের সভাপতি নাসিমা আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আসাদ উদ্দিন প্রবলু, হেলাল আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনে নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button