ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টারদিকে উপজেলার মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা ইসলামিক ফান্ডেশনের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- (কামারখন্দ-সিরাজগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা প্রমুখ।