গত শনিবার, ২৮ জানুয়ারি, সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) এস.এম. রকিবুল হাসান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনের শুভ উদ্বোধন করেন ৬৩, সিরাজগঞ্জ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। ইসলাম একটি শান্তির ধর্ম। তিনি বলেন, ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এসময় তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন আপনারা হলেন সমাজের দর্পন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সিরাজগঞ্জের মুয়াজ্বিন মাওলানা রেদওয়ানুল ইসলাম।