সদরসিরাজগঞ্জ

ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় করলেন হেনরী

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে জয়ী করতে সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগনের সাথে নির্বাচনী মতবিনিময় করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরী ।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌরসভার আয়োজনে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ড. জান্নাত আরা হেনরী।

ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার। কিন্তু ঘাতকেরা তাকে হত্যা করায় সে স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তারই কন্যা শেখ হাসিনা তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করছেন। বর্তমানে বিশ্বের দরবারে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের সুনাম অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি একে এম ড.আব্দুল মমিন সিরাজী, জেলা ইমান সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button