গত মঙ্গলবার, ১১ এপ্রিল, সকাল ৯.৩০ মিনিটে জেলা ইমাম সমিতি, সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিকত হয়। সভায় জেলা ইমাম সমিতি সিরাজগঞ্জের সভাপতি হযরত মাওলানা আবুবকর সিদ্দিক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, ইমাম ও খতিবগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ৬৩, সিরাজগঞ্জ -২ অধ্যাপক ডা.মো. হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক মো: সেলিম আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা পরিষদের সন্মানিত সদস্য মো. ইকরামুল হক, সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাএলীগের সভাপতি মো. সেরাজুল ইসলাম রাজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমীন তালুকদার ও জেলা ছাএলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।