শিক্ষা

ইসলামিয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষকগণ কর্মবিরতি ও মানববন্ধন পালন করে।

রোববার সকাল ১১ টায় সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ চত্বরে কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ইউনিটের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে এসময় শিক্ষকগণ সন্ত্রাসী হামলা, লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ. রাজ্জাক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা করা শিক্ষা কার্যক্রমকে স্থবির করে। এহেন ঘটনায় শিক্ষকেরা শিক্ষাদান কার্যক্রম হতে বিমুখ হয়ে পরবে। যা প্রজন্মকে বাধাগ্রস্থ করবে।তিনি শিক্ষা প্রাঙ্গনের পরিবেশ বজায় রাখতে এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময়ে আরও বক্তব্য রাখেন – দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর হেলাল তালুকদার, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা মাহমুদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শাহীন কবির, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, প্রভাষক এম.এম. ইফতেখার-উল-বাশার, একরামুল হক, কাজী মেরাজুল জান্নাত, মো. আমিনুল ইসলাম প্রমুখ ।

উল্লেখ্য, ০৮ জুন ২০২২খ্রি. ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগনের উপর সন্ত্রাসী হামলা করা হয়। এসময় অধ্যক্ষ ও শিক্ষকগন লাঞ্চিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button