ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ভাঙ্গুড়ায় ১৯ নভেম্বর পূবালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া শাখায় ইসলামী কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, পাবনা শাখার সম্মানিত ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, পাবনা জেলার বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং ভাঙ্গুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইনুল হক, হাজী ফজলুর রহমানসহ অসংখ্য গ্রাহক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমাদের সমাজের আর্থিক দিকগুলোকে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত করবে। ভাঙ্গুড়া শাখায় ইসলামী কর্নার উদ্বোধনের মাধ্যমে এখন থেকে সকল ধরনের ব্যাংকিং লেনদেন ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হবে, যা গ্রাহকদের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ভাঙ্গুড়া অঞ্চলে ইসলামী ব্যাংকিং সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।