গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ০৪ টি (নয়ারহাট, চিলমারী, অষ্টমীরচর ও রমনা) ইউনিয়নে এবং চর রাজীবপুর উপজেলার ০১ টি (কোদালকাটি) ইউনিয়নে ইসিসিসিপি ফ্লাড প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যার মূল উদ্দেশ্য হলো- বন্যাপ্রবণ জনগোষ্ঠীর বন্যা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা।
গত ২২ ও ২৩, ফেব্রুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার, ফেব্রুয়ারি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. আলাউদ্দিন খান এর নেতৃত্বে এনডিপি-এর একটি পরিদর্শক দল প্রকল্পের অফিস ও সংস্থার ইসিসিপি ফ্লাড প্রকল্প, ব্রাজ প্রকল্প ও ক্রেডিট পরিদর্শন করেন। এসময় পরিদর্শক দল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাহী পরিচালক প্রকল্পের কার্যক্রমের সামগ্রিক দিক সম্পর্কে অবগত হন এবং নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ দেন। তিনি প্রকল্পের প্রতিটি কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে প্রকল্পের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা ও অংশগ্রহণকারীদের স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দেন। প্রকল্পের কাঙ্খিত ফলাফল অর্জন নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য তিনি গুরুত্বারোপ করেন। পওে তিনি ইসিসিসিপি-ফ্লাড প্রকল্প এলাকার অন্তর্গত চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের এনডিপি পাড়া ও গয়নার পটল গ্রামের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সকলকে নিয়ে তিনি এনডিপি পাড়ায় একটি আম গাছের চারা রোপন করেন এবং প্রকল্পের অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময় করেন।
প্রকল্পের অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে জানান- “প্রকল্প হতে আমরা যে সকল সহায়তা পেয়েছি সেগুলো হলো- বসতভিটা উঁচুকরণ, মাঁচাবিশিষ্ট ছাগলের ঘর, স্বাস্থ্যসম্মত পায়খানা, বন্যাসহিষ্ণু নলকূপ, উচ্চমূল্যের কৃষি প্রযুক্তি সহায়তা এবং ছাগল ক্রয় ও ঘর পুননির্মানের জন্য ঋণ সহায়তা। এখন আমরা আবহাওয়া, জলবায়ূ, জলবায়ূ পরিবর্তনের কারণ, জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানি এবং ক্ষতি মোকাবেলার কৌশল সম্পর্কেও আমরা সচেতন। বন্যা মোকাবেলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বন্যা আমাদের আর কোন ক্ষতি করতে পারবে না ”।
ব্যবস্থাপনা পরিচালক প্রকল্পের অংশগ্রহণকারীদের নিকট থেকে মতামত শোনার পর বলেন, ইসিসিসিপি-ফ্লাড প্রকল্পের মেয়াদ একসময় সমাপ্ত হবে কিন্তু মেয়াদ শেষেও এ প্রকল্পের কার্যক্রমগুলো আপনারা চলমান রাখলে তবেই প্রকল্পের উদ্দেশ্য সফল হবে। এসময় তিািন প্রকল্পের প্রভাব দিনের পর দিন চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন দলে উপস্থিত ছিলেন- মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (সিএসপি), এনডিপি, নয়নী তালুকদার, ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ), এনডিপি, আরজুমুন, ব্যবস্থাপক (ফাইন্যান্স এন্ড একাউন্টস), এনডিপি, সুমা দাস, উপ-ব্যবস্থাপক (প্রশিক্ষণ বিভাগ), এনডিপি, মো. হাবিবুর রশিদ, প্রকল্প সমন্বয়কারী, ইসিসিসিপি-ফ্লাড প্রকল্প এবং মো. ফয়সাল আহমেদ খান, টেকনিক্যাল অফিসার, ইসিসিসিপি-ফ্লাড প্রকল্প ।