গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা “ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)” এর মাধ্যমে বাস্তবায়নকৃত Extended Community Climate Change Project-Flood (ECCCP-Flood) প্রকল্পের “সমাপনী কর্মশালা” অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের চিলমারী উপজেলা সম্মেলন কক্ষে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপির উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান পল। তিনি সভায় উপস্থিত সকলকে উষ্ণ অভিনন্দন জানান এবং এনডিপি ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন।
প্রকল্প বিষয় উপস্থাপনা করেন মো. হাবিবুর রশিদ, প্রকল্প সমন্বয়কারী, এনডিপি। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাজেট, প্রকল্পের মেয়াদ, কর্ম এলাকা, প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, উপ-কার্যক্রম, উপকারভোগী নির্বাচন মানদন্ড, সামাজিক সুরক্ষা নীতিমালা, পরিবেশ সুরক্ষা নীতিমালা, অভিযোগ নিস্পত্তি নীতিমালা, চ্যালেঞ্জ, শিখন, প্রকল্পের স্থায়ীত্বশীলতার কৌশল ইত্যাদি বিষদভাবে তুলে ধরেন।
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অতিথিগণ প্রকল্পের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এনডিপি’র উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী অতিথিদের প্রশ্নের উত্তর দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জানান- এনডিপি ইসিসিসিপি-ফ্লাড প্রকল্পটি সফল ভাবে বাস্তবায়ন করেছে। প্রকল্পটির মাধ্যমে তারা এলাকার বানভাসি দরিদ্র মানুষদের বসতভিটা উঁচু করে দিয়েছে, উুঁচুকৃত বসতভিটায় মাঁচাবিশিষ্ট ছাগলের ঘর, স্বাস্থ্যসম্মত পায়খানা, বন্যাসহিষ্ণু নলকূপ স্থাপন করে দিয়েছে। উচ্চমূল্যের কৃষি প্রযুক্তি (বীজ ও সার) সহায়তা এবং ছাগল ক্রয় ও ঘর পুননির্মানের জন্য ঋণ সহায়তা প্রদান করেছে। এছাড়াও ছাগল পালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এলাকাবাসীর জ্ঞান ও সক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তারা এখন জলবায়ূ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারবে। তিনি প্রকল্পটি মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সমাপনী কর্মশালায় প্রকল্পের উপকারভোগী, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, চিলমারী থানার অফিসার ইনচার্জ ও প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।