সিরাজগঞ্জ

সলঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার

সলঙ্গা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় জমে উঠেছে রমজানের ঈদের কেনাকাটা। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই সলঙ্গায় বাড়ছে মানুষের ভীড়। সকাল ৯টা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত থাকছে এই ভীড়।

ফ্যাশন হাউজ ও তৈরি পোশাকের দোকানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই কসমেটিকস বিতানগুলো। ঈদকে সামনে রেখে সলঙ্গায় ফ্যাশন হাউজগুলোয় কেনাবেচার পড়েছে ধুম। ক্রেতাদের মতে গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি। তবে পাওয়া যাচ্ছে রকমারি পোশাক। সলঙ্গা বাজার ও আশপাশের দোকানগুলোর বেশির ভাগ দোকান ইতিমধ্যেই তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ।

এর মধ্যে সলঙ্গা বাজারের সুপার মার্কেট, ছিট কাপড় ও তৈরি পোশাকের (ঢোপঘর) দোকানগুলো সারাদিনই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। ছিট কাপড়ের দোকানে পছন্দের পোশাক তৈরির জন্য দোকানিদের কাছে ভীড় করছে সাধারন নারীরা। অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় নিম্ন,মধ্যবিত্তরা পড়েছেন বিপাকে। অবশ্য নিম্ন ও মধ্যবিত্তরা নামীদামী শপিং মল বা দোকানে যেতে না পারলেও ফুটপাত বা গ্রামের হাটবাজার থেকে সাধ্যমত পরিবার পরিজনের জন্য কেনাকাটা করছে। তবে বাজারের বড় বড় দোকানের চেয়ে সলঙ্গার (ঢোপ ঘর) দোকানগুলোতে ঈদের কেনাকাটা বেশী হচ্ছে। মনে হচ্ছে দোকানীদের দম ফেলার ফুসরত নেই।

সলঙ্গা হাজী মার্কেট কসমেটিকস্ দোকানের মালিক পলাশ বলেন, গতবারের তুলনায় ক্রেতা বেশি,কেনাবেচাও বেশি। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কেনাবেচা বেড়েছে বলেও তারা জানান।

অগ্রণী ব্যাংক মার্কেটের হিট কালেকশন, মায়ের দোয়া গার্মেন্টস্,রাজু ফ্যাশন,মাহফুজ নিউ ফ্যাশন হাউস,রাইসা ফ্যাশন হাউস,রুপন্তি ফ্যাশনে সব বয়সের মানুষের পোশাকাদির সমারোহ রয়েছে। সলঙ্গা বাজারের আলম সুপার মার্কেটের মেনস্ ফ্যাশন,জেরিন ফ্যাশন,কোয়ালিটি বাজার,সরকার ফ্যাশন,রাজ কালেকশন,ভাইবোন ফ্যাশন হাউস, স্মার্ট কালেকশন,জান্নাতি ফ্যাশন, আফিয়া গার্মেন্টস এর দোকানগুলোতেও কেনাবেচা চলছে সমানতালে। ক্রেতা ববিতা খানম,সালমা, আসমা জানান,বাচ্চাদের জন্য যে বাজেট নিয়ে এসেছিলাম, জামাকাপড়ের দাম অনেক বেশী বলে সবকিছু কেনা সম্ভব হচ্ছে না। মুক্তা গার্মেন্টস্ এর মালিক মো. আব্দুল মতিন বলেন, রমজানের প্রথম সপ্তাহ থেকেই ঈদের বিক্রি শুরু হয়েছে, তবে এবার আশানুরুপ বিক্রির ধারনা করছি। উল্লাপাড়া সু স্টোর,হিমেল সু স্টোর,মামা ভাগ্নে সু স্টোর,চাঁদনী সু স্টোর দোকানের মালিকেরা জানিয়েছেন,এবারে সলঙ্গায় শিশুদের নিয়ে নারীদের সমানতালে মার্কেটে ভীড় লক্ষ্য করা যাচ্ছে এবং বেচাকেনাও ভালো হচ্ছে। হাজী বরাদ আলী সুপার মার্কেটের স্বাধীন বস্ত্রালয়,মাসুম মারুফ বস্ত্রালয় দোকান মালিকরা জানান,সলঙ্গা বাজারের অন্যান্য বস্ত্র বিপনির তুলনায় আমাদের মার্কেটে ক্রেতা কম মনে হচ্ছে। জনতা ব্যাংক মার্কেটের সিয়াম ফ্যাশন, ফাহাদ ফ্যাশন হাউস, ওড়না ঘর সহ অন্যান্য দোকান গুলোতেও যথারীতি বেচাকেনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button