একবছর পরে ফেরাটা সুখের হলো না সেরিনা উইলিয়ামসের। উইম্বলডনে শুরুতেই সাত বারের চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়ামস ছিটকে পড়লেন প্রতিযোগিতা থেকে। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ৪০ বছরের সেরিনা উইম্বলডনের প্রথম রাউন্ডেই হারলেন ফ্রান্সের ট্যানের কাছে। এক বছর পরে টেনিসে ফেরাটা খুব একটা সুখের হল না সেরিনা উইলিয়ামসের। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ৪০ বছরের সেরিনা উইম্বলডনের প্রথম রাউন্ডেই ৫-৭, ৬-১, ৬-৭ (৭-১০) গেমে হারলেন ফ্রান্সের হারমনি ট্যানের কাছে।
প্রাক্তন এক নম্বর সেরেনা এই মুহূর্তে ক্রমতালিকায় ১২০৪ নম্বরে। উইম্বলডনে ওয়াইল্ড কার্ড এন্টি হয়েছিল তাঁর। তবে অখ্যাত ট্যানের হাতেই থামল সেরেনার ব়্যাকেট। তিনি এক বছর কোর্টের বাইরে। শুরুতে ট্যানের বিরুদ্ধে সেরেনার খেলা দেখে এমনটা মনে হয়নি। চেনা আগুনে সব স্ম্যাশে দর্শকদের উদ্বেল করে দিয়েছিলেন টেনিসের কিংবদন্তি। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলে সেরেনা ও ট্যানের। কিন্তু শেষ পর্যন্ট ট্যানের কাছে হার মানতে হয় সেরেনাকে।
খেলা থেকে ছিটকে পড়লেও সেরিনা ৩ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে বার বার বুঝিয়ে দিয়েছেন ফিটনেসে তিনি পিছিয়ে নেই। খেলায় জয়ের থেকে মাত্র দুপয়েন্ট দূরে ছিলেন। ম্যাচের পরে এটিই কি আপনার শেষ উইম্বলডন হয়ে গেল প্রশ্নে সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, এর জবাব আমি দিতে পারব না। কে বলতে পারে, আমি তো আবার ঘুরে দাঁড়াতেই পারি।
ঠিক এক বছর আগে প্রথম রাউন্ডে আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিরুদ্ধে ম্যাচে যখন গোড়ালি মচকে সেন্টার কোর্ট ছেড়ে বেরিয়ে যান সেরিনা, তখনও এই প্রশ্নটাই উঠেছিল। কিন্তু চোট এবং বয়সকে হারিয়ে দিয়ে তিনি ফিরে আসেন উইম্বলডনের টেনিস কোর্টে।
বিআ/ইহো