সদরসিরাজগঞ্জ

উদীচীর আয়োজনে শ্রী কমল গুণের ২৮তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদের আয়োজনে সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট কবি, সাহিত্যিক প্রয়াত শ্রী কমল গুণের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠী নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ফেরদৌস রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিমন এর সঞ্চালনায় স্মরণ ও সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের সভাপতি মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌড়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রেবিকা সুলতানা জোসনা,সাবেক সভাপতি সাইফুল ইসলাম শফি, সহ-সভাপতি তপু সিরাজী, শ্রী কমল গুণের বড় বড় ছেলে উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক হীরক গুন, সদস্য ফয়সাল ওয়াহিদ রাসেল, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, নাবিক নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মো. ছাম্মি আহমেদ আজমীর প্রমুখ। এসময় বক্তাগণ বলেন,  প্রয়াত শ্রী কমল গুণ ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা সংসদের এক সময়ের প্রান পুরুষ বিশিষ্ট কবি,সাহিত্যিক সংগঠক। সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে তিনি অন্যান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, বিনয়ী সাদা মনের মানুষ। সাংস্কৃতিক সহযোদ্ধা ও কর্মীদের মাঝে তিনি আজও শ্রী কমল গুণ আমাদের সকলের অন্তরে মাঝে বেঁচে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button