তাড়াশরায়গঞ্জসিরাজগঞ্জ

সলঙ্গায় ৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি আজিজ

আনিছুর রহমান : সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ উদ্বোধনসহ ব্রীজ ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। গত সোমবার সকাল ১০ টায় নেতাকর্মীদের সাথে নিয়ে থানার আমশড়া ফাজিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ৪র্থ তলা একাডেমিক ভবণের শুভ উদ্বোধন করেন। ১২ টায় ধুবিল ইউপির ধুবিল মেহমানশাহী সরকারি প্রাথমিক বিদালয়ের নবনির্মিত ভবণ উদ্বোধন করেন। বিরতিহীন ভাবে একই দিন দুপুর আড়াইটার দিকে কে.সি ফরিদপুর মাদ্রাসা সংলগ্ন নওদাশালুয়া বাজার-সাহেবগঞ্জ এন এইচ ডব্লিউ গ্রামীন সড়ক অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অপরদিকে বিকেল ৪ টায় সাহেবগঞ্জ জিআর কলেজ-কেসি ফরিদপুর রাস্তার ফুলজোড় নদীর উপর ৩০০.৪০ মিটার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সিনি: সহ সভাপতি ফনি ভুষণ পোদ্দার, ধুবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান মাস্টার, সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলা, নলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার,থানা যুবলী, র যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ,সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি আব্দুুল হান্নান নান্নু,সাধারন সম্পাদক সাচ্চু,থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন, ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button