মোঃ আল- আমিন সরকার
আজি মেলা জমেছে সকল জেলা-উপজেলার পরে
এ মেলা তো নহে কোন রং এর মেলা
ঢেউ লেগেছে বাংলার ঘরে ঘরে
মাতম জেগেছে নতুন উদ্ভাবনের খেলা।
কেউ বেধেছে নব এ্যালবামে
যা করেছে দেশের তরে
মোরা গড়েছি কোষ্টি কামে
তুলে ধরেছি আরশির পরে।
যে কোন বিপর্যয়ে জালাবে আলো
ঘুচাবে আধারেরো ঘোর
সদা উন্নয়নে দেশের তরে
পাশে থাকিবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
ও ভাই! আগুন লাগিলে করণীয় কি?
কি বা তাহার প্রতিরোধ প্রতিকার
অগ্নি যোদ্ধাদের নিয়ে দিচ্ছে মহড়া
এতে সচেতনতা বাড়িছে সবার।
ভূমি কম্পে কি করিতে হবে ভাই?
মোরা পোষ্টার লিফলেট বিলি করে সবারে জানাই
যদি হয় গো বর্জ্রপাত বর্জ্রবৃষ্টি
সবার আগে সবার তরে, মোরা দেই দৃষ্টি,
গ্রামীন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট
দেশের উন্নয়নে করি মোরা সৃষ্টি।
পানিতে ডুবিয়া যদি হয় গো কাহারো মরণ
ব্যাথাতুর হৃদ্বয় নিয়া মোরা তাহারে করি স্বরণ।
দনী ভাঙ্গনে যাহারা হয়ে গেছে নিঃস্ব
তাহাদেরকে দেই নগদ অর্থ কড়ি
যাহা দেখিয়া অবাক হয় বিশ্ব।
শীতার্তদের বস্ত্র দেই, অন্ন দেই ক্ষুধাতুরে
আশ্রয়হীনদের আশ্রয়নে রাখি সদা সুখে ভরে।
গ্রামীন অবকাঠামো উন্নয়নে
মসজিদ মাদ্রাসা শিক্ষাঙ্গনে,
মোরা আছি, মোরা থাকিবো জীবন ভর
ত্রান পুনর্বাসনে কখনো হবো না কো স্বার্থপর।
এসো হে ভাই! মোরা ভূলে যাই
সকল হিংসা বিদ্বেস।
কাঁধে কাঁধ মিলে এক সাথে চলি
উন্নয়ন আর উদ্ভাবনের কথা বলি
তবেই দেশ খানি হবে মোর সোনার বাংলাদেশ।