শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সভায় শাহজাদপুর উপজেলার আইন-শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হয়।