নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৩৬ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ দু‘জন রোগীর হার্নিয়া ও টিউমার অপারেশনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুরু করেন। একটি সিজারিয়ান অপারেশন করেন ডা. মোছা. নুরুন্নাহার পারভিন নাইস।
এদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নার্সিং সুপার ভাইজার তাহিরা খাতুন বলেন, ১৯৮৭ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার ১৮ বছর পরে সীমিত পরিসরে অপারেশন থিয়েটার চালু করা হয়েছিল। তখন সব মিলিয়ে মাত্র চারজনের সিজারিয়ান অপারেশন করা হয়। তারপর থেকেই অপারেশন থিয়েটার বন্ধ ছিল।
মন্টু মিয়া নামের একজন দরিদ্র পিতা বলেন, আমার মেয়ে মরিয়ম খাতুন মীমের আজকে কোনো টাকা ছাড়াই সিজারিয়ান অপারেশন হয়ে গেল। নিজের মেয়ের অপারেশন নিজেদের হাসপাতালেই করা হলো। এ বিষটি খুবই আনন্দের। প্রসূতি মেয়েকে নিয়ে অন্যত্র হাসপাতালে দৌড়াদৌড়ির ভোগান্তি থেকে চিরতরে মুক্তি মিলল।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, পূর্ণাঙ্গরূপে চালু হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। প্রথম দিনে তিনজনের অপারেশনই সফল হয়েছে।
অপারেশন কার্যক্রম শুরুর আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন প্রমূখ।