আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি উপজেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমকেএম মোফাখখারুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, পল্লীবিদ্যুৎ সমিতির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রমুখ।