সিরাজগঞ্জ

সাংস্কৃতিক কর্মীদের হাতে উপহায় সামগ্রি তুলে দিলেন জান্নাত আর হেনরী

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ড. জান্নাত আরা হেনরী সাংস্কৃতিক কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।  এসময়  প্রায় ৪০০ অসহায় ও দুস্থদের মাঝেও উপহার সামগ্রি তুলে দেন তিনি। গতকাল মঙ্গলবার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় মুজিব সড়ক সড়কের রেনেসাঁস ক্লাব প্রাঙ্গন থেকে সামনে থেকে উপহার সামগ্রী দেওয়া। উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাম ইন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শামীম তালুকদার লাবু, পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন, জেলা স্বেচ্ছা সেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রকি, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ও রেনাসাঁ ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ড.জান্নাত আরা তালুকদার তালুকদার হেনরী বলেন, অসহায় ও দুস্থ এবং সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button