স্টাফ রিপোর্টার : মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে উম্মুল মু’মিনিন হযরত আয়েশা (রা:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না এমপি। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক প্রমুখ।
উম্মুল মু’মিনিন হযরত আয়েশা (রা:) এর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী উপস্থিত ছিলেন।