মো. সাহেব আলী, উল্লাপাড়া,প্রতিনিধি: উল্লাপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ প্রদান করলেন এমপি তানভীর ইমাম। গত ৩০ জানুয়ারি, সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এসব বেঞ্চ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ও এই প্রকল্পের উন্নয়ন সমন্বয়ক আব্দুল ওয়ারেছ মাসুদ। আব্দুল ওয়ারেছ মাসুদ জানান, উপজেলার মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩১৫টি বেঞ্চ প্রদান করা হয়েছে।