মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় আধুনিক প্রযুক্তিতে রাবি-৩ জাতের স্টবেরি চাষ করে লাভের মুখ দেখছে কৃষক জহুরুল ইসলাম। তার বাড়ি উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামে। স্থানীয় কৃষি বিভাগের পরার্মশে তিনি ৮০ শতক জমিতে আধুনিক প্রযুক্তিতে স্টবেরি চাষাবাদ করেছেন। এই স্টবেরি থেকে তিনি খরচ বাদে প্রথম মৌসুমেই ৭ লাখ টাকা লাভের প্রত্যাশা করছেন।
উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের সফল কৃষক জহুরুল ইসলাম। কৃষি বিভাগের পরার্মশে আধুনিক প্রযুক্তিতে মিশ্র ফল বাগানসহ বারো মাস বিভিন্ন সবজি চাষাবাদ করে অল্প দিনেই পেয়েছেন ব্যাপক সফলতা। মিশ্র ফল চাষাবাদের মধ্যে তিনি সল্প পরিসরে স্টবেরি চাষাবাদ করতেন। চলতি মৌসুমে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার পরার্মশে এবারই প্রথম তার ৮০ শতক কৃষি জমিতে রাবি-৩ জাতের স্টবেরি চাষাবাদ করেছেন। এই জাতের অল্প কিছু চারা সংগ্রহ করে নিজ জমিতে রোপন করে তা থেকে তিনি পুরো জমির চারা তৈরি করেন। এরপর আধুনিক পদ্ধতিতে জমিতে চাষাবাদ করেন। প্রথম বছরেই তার এই স্টবেরি গাছে প্রচুর ফল ধরেছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে লাল সাদা আকর্ষনীয় টসটসে স্টবেরি। কোনটাতে ধরেছে ফুল এবং কাঁচা স্টবেরি । ইতোমধ্যে জমি থেকে আগাম স্টবেরি তোলা শুরু হয়েছে। বাজারে চাহিদা এবং ভাল দাম থাকায় বিক্রি করে ভাল দাম পাচ্ছে জহুরুল ইসলাম। দুর দুরান্তের পাইকার এসে জমি থেকেই স্টবেরী কিনে নিয়ে যাচ্ছে। শুধু ফল নয় এর চারাও তৈরি করে বিক্রি করছেন তিনি। নিজ জমিতে রোপনের পর ইতোমধ্যে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার স্টবেরি ও চারা বিক্রি করেছেন। আবাহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনে ভালো অংকের টাকা লাভের আশা করছেন চাষী জহুরুল ইসলাম।
কৃষক জহুরুল ইসলাম জানান,আমি দীর্ঘদিন ধরে মিশ্র ফল চাষাবাদসহ সবজি চাষাবাদ করি। এবার কৃষি কর্মকর্তার পরার্মশে সাহস করে ৮০ শতক জমিতে স্টবেরি চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় লাখ টাকা। গত দুই সপ্তাহে প্রায় দেড় লাখ টাকার স্টবেরি বিক্রি করেছি। প্রথম দিকে ১ হাজার টাকা কেজি দরে পাইকারি বিক্রি করেছি। এখন ৫০০ টাকা কেজি দরে জমি থেকেই পাইকারি স্টবেরী বিক্রি করছি। জমিতে যে ফলন দেখছি তাতে সব খরচ বাদে স্টবেরি বিক্রি করে ৭ লাখ টাকার লাভের প্রত্যাশা করছি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি জানান,জহুরুল ইসলাম একজন সফল চাষী। তিনি মিশ্র ফল বাগানসহ বারো মাস সবজি চাষাবাদ করে। এবার আমাদের পরার্মশে তিনি ৮০ শতক জমিতে রাবি-৩ জাতের স্টবেরি চাষাবাদ করেছেন। উচ্চ ফলনশীল এই চাষাবাদের প্রথম বছরেই তিনি ভাল ফলন পাচ্ছেন। ইতোমধ্যে তিনি স্টবেরী তুলে বিক্রি শুরু করেছেন।
তিনি জানান, স্টবেরি একটি উচ্চ মূল্যে ফল। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এতে কৃষক জহুরুল ইসলাম অনেক টাকা লাভবান হবেন। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের উচ্চ মূল্যের আয় বর্ধক ফল ও ফসল চাষাবাদে আগ্রহী করে তোলার চেষ্টা করছি। যাতে করে কৃষকরা চাষাবাদের মাধ্যমে লাভবান ও সচ্ছলতা অর্জন করতে পারে।