উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ৪০ দিন নামাজ আদায়কারী যুবকেরা পেল সাইকেল মোবাইল ও জায়নামাজ

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় ৪০দিন তাকবিরের সহিত নামাজ আদায়কারী যুবকেরা পেলেন বাইসাইকেল, মোবাইল ও জায়নামাজ। উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে গাড়লগাঁতী গ্রামের জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

গাড়লগাঁতী গ্রামের জয়নাল-আবেদীন ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠা মো: নায়েব আলী জামে মসজিদে নামাজির সংখ্যা বাড়ানোর জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেন।

গত প্রথম রমজানের দিন থেকে ১০ জন শিক্ষার্থী যুবক এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪০ দিন তাকবিরের সহিত নামাজ আদায় করে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ টি বাইসাইকেল, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বাটোন মোবাইল সেট আর বাকি প্রতিযোগিদের মাঝে ১ টি করে জায়নামাজ বিতরণ করেন। গত শুক্রবার বাদজুমায়( ৫ মে ২০২৩ ইং) প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার, আয়োজক মো: নায়েব আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাহেব আলী, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক মোমতাজ প্রামানিক ও শাহজাহান আলী প্রামানিক। উল্লেখ্য গত বছরেও এ প্রতিযোগিতায় ১৩ জন শিক্ষার্থী যুবক অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button