
মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন অভ্যন্তরীণ ও প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। গত রোববার, দুপুরে রাজস্ব খাতের আওতায় মৎস্য বিভাগের আয়োজনে পৃথক সাতটি স্থানে ৪ শত ৭২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সোনতলা নদী ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি। এসময় উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা মৎস্য কর্মকতা মোঃ আতাউর রহমান,উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।





