মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাতেন হিরু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, মাহবুব সরোয়ার বকুল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আ’লীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জানান, ২৯ নভেম্বর বুধবার বিকেল পর্যন্ত আওয়ামীলীগের নৌকার প্রার্থী ছাড়াও অন্যান্য দলের আরও ৪ এমপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত এমপি প্রার্থী মোস্তফা কামাল বকুল, বিকল্পধারা বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মো. আইনুল হক, জাতীয় পার্টির ২ জন এমপি প্রার্থী মো. আব্দুল্লাহ আল হাসেম ও হিলটন প্রামানিক।