উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশের খাল থেকে রুবেল হোসেন (৩১) নামের এক অটোভ্যান চালকের মরদেহ গত সোমবার দুপুরে উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রুবেল উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়ীয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। মরদেহ উদ্ধারের সময় রুবেলের হাতে পলিথিন জোড়ানো ড্যান্ডি সলিউশন জাতীয় মাদক ছিল।
নিহত রুবেলের বাবা আক্তার হোসেন জানান, রুবেল প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে সকালে বাড়ি থেকে উল্লাপাড়া পৌরশহরে আসতেন। স্ত্রী শহরের বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। রুবেল সারাদিন শহরে ভাড়ায় ভ্যান চালাতো আবার প্রতিদিন সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে অটোভ্যানেই বাড়ি ফিরতেন।
রোববার সকালে প্রতিদিনের মতো রুবেল তার অটোভ্যানে করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর রাতে স্ত্রী বাড়ি ফিরলেও তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন পৌর বাস টার্মিনালের খালপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুবেলের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রুবেলের মরদেহে কোন মারধর বা আঘাতের চিহ্ন নেই। রুবেলের পকেটে টাকা এবং মোবাইল ফোন সংরক্ষিত ছিল। তার অটোভ্যানটিও মরদেহের অনতি দুরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারন সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।